মানবিক সহায়তা কার্যক্রমে প্রশংসিত উদ্যোগ

গর্জনিয়ায় আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন ও বিধবাদের মাঝে চাউল বিতরণ

প্রকাশ: জুলাই ৫, ২০২৫ ৪:১১ pm , আপডেট: জুলাই ৫, ২০২৫ ৪:১২ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার পাশ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে মানবিক সহায়তার অংশ হিসেবে পাঁচ শতাধিক কর্মহীন, অসহায়, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছে আল নজির ফাউন্ডেশন

শনিবার (৫ জুলাই ২০২৫) বিকাল ২টায় বড়বিলস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর ও সংক্ষিপ্ত আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আন নজির ইসলামী সেন্টারের পরিচালক আল্লামা ড. শাইখ হারুন আজিজি আন নদভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা হাফেজ আজিজুল হক মাক্কী এবং সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ড. শাইখ হারুন আজিজি বলেন, “মানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই আল নজির ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনে নলকূপ স্থাপন, বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, অনাথ মেয়েদের বিয়েতে সহায়তা, চিকিৎসা সহায়তা, রাস্তাঘাট নির্মাণ, শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি বছরজুড়ে পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “এই ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা চাই, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এমন কার্যক্রম দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং দরিদ্র মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল রাজ্জাক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও কর্ণফুলী পত্রিকার প্রতিনিধি আবদুর রশিদ, স্থানীয় আলেম মাওলানা কবির উদ্দিন, মাওলানা গোলাম কাদের, শিক্ষা পরিচালক মুফতি রিদুয়ানুল হক, শিক্ষক মাস্টার ইস্কান্দার এবং
হাফেজ মাওলানা আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আগত অনেকে বলেন, “এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ। বিশেষ করে যাদের উপার্জনক্ষম কেউ নেই, তারা চরম কষ্টে দিন কাটান। এই চাউল অন্তত কিছুদিনের জন্য হলেও স্বস্তি দেবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে আল্লামা ড. শাইখ হারুন আজিজি আন নদভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।