এম. মনছুর আলম, চকরিয়া:
বর্ষা মৌসুমের টানা বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় সম্পূর্ণ স্বাভাবিক (নরমাল) ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে ১২টি নবজাতক।
এই ব্যতিক্রমী সেবাপ্রদান পরিচালিত হয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের দক্ষ গাইনী বিশেষজ্ঞ ডা. শামীমা সুলতানা ও অভিজ্ঞ নার্সদের নিবেদিত প্রচেষ্টায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন,“ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের ডেলিভারি টিম পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে সব মা ও নবজাতক সুস্থ রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রসূতি মায়েদের জন্য যে মানবিক সেবাকার্যক্রম চালানো হচ্ছে, তা শুধু স্থানীয়দের জন্য নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।”
চকরিয়া সরকারি হাসপাতালের এই ধারাবাহিক ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হচ্ছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।