আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মিয়ানমারের ভেতরে শক্তিশালী মাইন বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ৪৬/৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী অঞ্চলের ঠিক ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে, সীমান্ত পেরিয়ে জামছড়ি এলাকার মানুষজন ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা মো. ফয়েজ বলেন, “সম্ভবত আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী নিজেদের রক্ষায় মাটির নিচে স্থলমাইন পুঁতে রেখেছে। হয়তো কোনো বন্যপ্রাণী বা চোরাকারবারি দুর্ঘটনাক্রমে সেটির সংস্পর্শে এলে এই বিস্ফোরণ ঘটে।”
এ বিষয়ে জামছড়ির আরেক বাসিন্দা মো. সৈয়দনুর বলেন, “আমি পানের বরজে কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে চমকে উঠি। শুরুতে বুঝতেই পারিনি শব্দটা কোথা থেকে এসেছে।”
উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত এলাকায় এর আগেও একাধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চোরাকারবারি গুরুতর আহত হন এবং কেউ কেউ পা হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে পড়েছেন।
সীমান্তবর্তী মানুষজন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং স্থলমাইন সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।