পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় টমটমের (ইজিবাইক) ধাক্কায় কালু (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত কালু বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনীর পশ্চিম পাশে ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন কালু। এ সময় চৌমুহনী থেকে পেকুয়া বাজারগামী একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারী আব্দুল হামিদ ও স্থানীয় ব্যবসায়ী মো. মানিক দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুবুল ইসলাম জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতের একাধিক দাঁত ভেঙে গেছে এবং মাথা ও নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, চৌমুহনী এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি এবং নিরাপদভাবে পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে গত ২৯ জুন একই এলাকায় টমটমের ধাক্কায় নাছির উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছিলেন।