বগুড়ায় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই বাংলার মাটিতে যারা গুলি করে আমাদের ভাই-বোনদের হত্যা করেছে—তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে বিচার, তারপর সংস্কার, তারপরই নির্বাচন।” শনিবার সকালে পর্যটন মোটেলে অনুষ্ঠিত সভায় তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, শহীদ পরিবারের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের যেকোনো সরকারের দায়িত্ব। এ দাবির ভিত্তিতেই ‘জুলাই ঘোষণাপত্র’ উত্থাপন করা হয়েছে, যাতে শহীদদের কথা সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও রয়েছে।

নাহিদ ইসলাম জানান, এই দাবিকে সামনে রেখে তারা দেশজুড়ে পদযাত্রা করছেন এবং শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অতীতে যোগাযোগে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সর্বোচ্চ পাশে থাকার আশ্বাস দেন তিনি।