সিবিএন ডেস্ক
জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা এবং আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।
শনিবার (৫ জুলাই) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই মিছিল। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, এক বছর পার হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার এখনো দৃশ্যমান অগ্রগতি পায়নি। অভিযোগ করেন, এক বছর আগে গণঅভ্যুত্থানের সময় যেভাবে উপদেষ্টারা আওয়ামী লীগের বিচার দাবি করে সক্রিয় ছিলেন, এখন তারা সম্পূর্ণ নিষ্ক্রিয়।
তারা আরও জানান, বিচারের আগে নির্বাচন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হুঁশিয়ারি দেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে চলতি মাসেই কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।