জালাল আহমদ,আদালত প্রতিবেদক:

আগামী ১১ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন খন্দকার লতিফুর রহমান আজিম। নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েই চলে যাওয়ার সময় হাইকোর্টের মাজার প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন তিনি।এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে শাহবাগ থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ পত্রে লতিফুর রহমান বলেন, “আমি বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর পরিচালক পদপার্থী। আমি বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর চার বারের নির্বাচিত পরিচালক ও প্রথম সহ-সভাপতি ছিলাম। এবারের নির্বাচনেও পরিচালক পদে প্রার্থী ছিলাম। মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে হাইকোর্টে রিট আবেদন দায়ের করি।

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মঙ্গলবার (৩০ এপ্রিল) রিট শুনানীতে শাহবাগ থানাধীন হাইকোর্ট বিভাগে এসেছিলাম।

এম. মহিউদ্দিন ভুট্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

তিনি আরো বলেন,” হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েই আনুমানিক বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে হাইকোর্ট থেকে বের হওয়ার সময় আমাকে বহনকৃত গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৩-১২০৯) ও আমার ছোট ভাই খন্দকার আনিসুর রহমান (৪০) এর উপর ৫-৬ জন অতর্কিত হামলা চালায়। বিবাদীরা গাড়ির গতিরোধ করার চেষ্টা করে এবং গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে। হামলাকারীরা সামনে আঘাত করার উদ্ধত হলে গাড়িটি চলমান থাকায় পিছনে আঘাত করে পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে।একপার্যায়ে আমাকে অপহরণ করার জন্য গাড়ি থেকে বের করার চেষ্টা করে। আমি তাৎক্ষণিক গাড়ির দরজা লক করে ড্রাইভার কে গাড়িটি দ্রুত অন্যত্র নিয়ে যেতে বলি”।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মেস্তাজিরুর রহমান বলেন, “এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। নিয়ম অনুযায়ী আমরা তদন্ত শুরু করবো’।

উল্লেখ্য, খন্দকার লতিফুর রহমান আজিম চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকার একজন বাসিন্দা।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।