ইমাম খাইর, সিবিএনঃ সাধারণ মানুষের মূর্তিমান আতঙ্ক, কিশোর গ্যাং লিডার মোহাম্মদ জামাল। বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল মনু পাড়ায়। মাদক ব্যবসা; চাঁদাবাজি; চুরি, ছিনতাইসহ এমন কোন অপরাধ নেই যা জামাল করে না। উঠতি বয়সী এই তরুণের বেপরোয়া কর্মকাণ্ডে লজ্জিত, বিব্রত এলাকাবাসী।