পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় লোকালয়ে দলছুট একটি বন্য হাতি এসে বসতবাড়িতে আক্রমণ করার খবর পাওয়া গেছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে টইটং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভি হাসানের ছনখোলার জুম এলাকায় একটি দলছুট বন্য হাতি ঢুকে পড়ে।বন্য হাতিটি স্থানীয় সাবেক এমইউপি কবির আহমদের খামারবাড়ি ও আশপাশের বসত বাড়িতে আক্রমণ করে,তবে বড় ধরনের ক্ষতি করতে পারেনি বলে জানান স্থানীয়রা৷ ।

স্থানীয় অধিবাসী মো. ইব্রাহিম জানান, হাতিটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে, গত রাত থেকে টইটং বটতলি, জুম পাড়া, মধুখালি এলাকা হয়ে আসা বন্য হাতিটি বর্তমানে মৌলভি হাসানের জুম একটি ঝিরিপথে অবস্থান করছে। হাতিটি পাকা ধান ও ক্ষেতের ক্ষতি করে।

তীব্র দাবদাহে ১০ শিক্ষার্থীসহ ১৩ জন হাসপাতালে

সকালে বন বিভাগের লোকজন এসে হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে একজন গার্ড পাহারায় রেখে চলে যায়।

স্থানীয়রা জানান, হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে না পারলে যেকোনো সময় বসতবাড়িতে আক্রমণসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।


টইটং বন বিট অফিসার জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের একটি টিম হাতিটিকে গহিন বনে ফেরত পাঠাতে কাজ করছে ,হাতিটি ঘিরে উৎসুক মানুষজন সরিয়ে সন্ধ্যার মধ্যেই গহিন বনে ফিরিয়ে দিতে চেষ্টা করছি। এ পর্যন্ত বড় ধরনের ক্ষতি করতে পারেনি।

খবর পড়ুন:

টেকপাড়ার আজিজুল হক বাদশা’র জানাজা ও দাফন সম্পন্ন

বিচার বিভাগ শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হয় : সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।