জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিন মৌলভির কাটা ৯নং ওয়ার্ড় এলাকার মৃত গোলামবারীর ছেলে নুরুজ্জামান (৬০)বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে। কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মজুরীতে কাজ করতেন দিনমজুর নুরুজ্জামান। প্রতিদিনের ন্যায় আজ সকালে ১০