জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকায় বন্য হাতির আক্রমণে মোঃ সালাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
তার পিতার নাম মৃত আমির হামজা। সে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাইল্যাতলি এলাকার বাসিন্দা।
সোমবার ২৯ আগষ্ট ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা আহত মোঃ সালামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।