ঢাকা: শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “গত মাসে আমাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আবু সাঈদ, মুগ্ধ, এবং অন্যান্য শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করি।”

তিনি আরও বলেন, “তরুণ বিপ্লবীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তা পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তনের লক্ষ্যে নতুন যুগের সূচনা করেছে।”

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ত্যাগ করে রাস্তায় নেমেছিলে। কিন্তু এখন সময় হয়েছে ক্লাসে ফেরার। একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার জন্য তোমাদের ক্লাসে ফিরে যাওয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “এক মাস আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেশের সংস্কার কাজ শুরু করেছি। গণহত্যার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে।”