এইচ এম রুহুল কাদের,চকরিয়া:

চকরিয়া পৌরসভার মাতামুহুরি ব্রিজ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে অসহায় পরিবারের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে ইরফানের বিরুদ্ধে ।

বুধবার (৮ আগস্ট) বিকাল ৩টায় ৪০/৫০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর লুটপাট চালায়। এঘটনায় প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নারী-শিশুসহ ৪-৫ জন আহত হয় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সন্ত্রাসী এরফানকে আটক করে । পরে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র ফেরত দেওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগী শফিউল্লাহ আরো বলেন, আমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, দুটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে,স্কুল পড়ুয়া মেয়ের উপর হামলা করেছে, এঘটনায় আমরা আতঙ্কিত, তারা যেকোনো সময় আবার জঙ্গি হামলা চালাতে পারে। তাই প্রশাসনের কাছে জঙ্গি ইরফানকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় আইনশৃঙ্খলার অবনতির ঘটাতে পারে।