জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিন মৌলভির কাটা ৯নং ওয়ার্ড় এলাকার মৃত গোলামবারীর ছেলে নুরুজ্জামান (৬০)বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে।
কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মজুরীতে কাজ করতেন দিনমজুর নুরুজ্জামান। প্রতিদিনের ন্যায় আজ সকালে ১০ ঘটিকায় বনবিভাগের বনায়নের কাজ করার সময় পেছন দিক আকস্মিক বন্য হাতি আক্রমণ চালায় এতে ঘটনাস্হলেই প্রাণ হারান নুরুজ্জামান।
কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বন্য হাতির আক্রমনে নিহত দিনমজুর নুরুজ্জামান (৬০)কে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নুরুজ্জামানের পরিবার যেন সরকারি অনুদান পায় সে লক্ষ্যে সংশ্লিষ্ট বাকঁখালি রেজ্ঞ অফিসার কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।