নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি’র প্ল্যান্ট এন্ড সয়েল সায়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ঈদগাঁওর পুত্রবধূ সিমনি কানিজ।

ড. কেইড কোল্ড্রেন এর তত্ত্বাবধানে ইকোলজিক্যাল মডেলিং এর উপর গবেষণা করে শিক্ষা জীবনের সর্বোচ্চ এই ডিগ্রী অর্জন করেছেন তিনি।

সিমনি কানিজ কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক সফল মেম্বার মোঃ রশিদ প্রকাশ রশিদ মেম্বারের পুত্রবধু এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ডক্টর শহিদুল ইসলাম শহিদ এর সহধর্মিণী।

তারা ১ কন্যা সন্তানসহ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছেন।

ডক্টর সিমনি কানিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী।

শহিদ-কানিজ বৃহত্তর ঈদগাঁওর প্রথম পিএইচডি যুগল।

গ্রামের মেঠো পথে বেড়ে উঠা পিএইচডি হোল্ডার ডক্টর শহিদের সহধর্মিণীও ঈদগাঁওয়ের প্রথম নারী পিএইচডি হোল্ডারের কৃতিত্ব অর্জন করায় খুশি পরিবার। ধন্য এলাকাবাসী।

এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়ার পাশাপাশি আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও ঈদগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডক্টর দম্পতি।

ভাতিজা ড. শহিদের সহধর্মিণী সিমনি কানিজের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক ও শিক্ষক নুরুল আমিন হেলালী।