সাজন বড়ুয়া সাজু:

সিইএইচআরডিএফ কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলির জাঁহাল নুর আমান ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ তৃণমূল ডিভিশনের সহকারী প্রধান সংগঠক ও দিবস উদযাপন কমিটির আহবায়ক রুহুল আমিন এবং সঞ্চালনা করেন ডিভিশন ফোকাল(বিশেষ) জিহাদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর নির্বাহী প্রধান মোঃ ইলিয়াছ মিয়া।

নির্বাহী প্রধান মোঃ ইলিয়াছ মিয়া তার বক্তব্যে বলেন,
বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শানীত করেছে বলেই আজও আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের চেতনার উৎসভূমি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন।’
বায়ান্নর যে রক্তস্নাত চেতনা, সেদিনের যে আত্মত্যাগ সেটা আসলে ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেটা আজও আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের সাহসী করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান ব্যবস্থাপক(ব্যবস্থাপনা) সাঈদ মোহাম্মদ শুভ ও ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(নেতৃত্ব) মোঃ মিজানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুতুবদিয়া এরিয়ার প্রতিনিধি আবু সালেহ।

এতে বক্তব্য রাখেন উপ-নির্বাহী সচিব(বহিঃস্থ ডিভিশন) জায়েদ ইকবাল রাকিব, আউটরাইট সমন্বয়ক হুমায়ুন কবির, খুটাখালী ফোরামের সদস্য নাঈমুদ্দিন বকুল প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন সদস্য আতিক উদ্দিন, মঈন উদ্দিন প্রমূখ।