জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গত ১০ বছরে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। যার ফলে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি উনার প্রতি কৃতজ্ঞ।’

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আপনাদেরই মেয়ে, আপনারা আমাকে দোয়া ও আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের দোয়া নিয়ে দেশের জনগণের জন্য কাজ করতে পারি। যারা আমাকে সহযোগিতা করছেন তাঁরাই আমার বড় শক্তি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আজ ৭ই মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের। সালাম জানাই যারা আজও বেঁচে থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। যারা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ রক্তঝরা মার্চে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়ার সাংসদ মোহাহেরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, দেবাশীষ পালিত, আবদুল কাদের সুজন ও মো. ফারুক।

এছাড়াও বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়াসিকা আয়শা খান এর বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।