প্রেস বিজ্ঞপ্তি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী বর্ণাঢ্যভাবে নানান কর্মসুচিতে পালন করা হয়েছে কক্সবাজারে।
এ উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার (৯সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী বলেন,নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার জন্য আন্দোলন সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের সকল কর্মসুচিতে অংশ গ্রহনের করতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। গনতন্ত্রের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি ও কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলর নাসিমা আকতার বকুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, হালেসা বেগম, সালেহা বেগম, রাশেদা বেগম, সাবিনা ইয়াসমিন ঝিনু, জাহান আরা বেগম, আইরিন চৌধুরী,রুমা আকতার সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়।