শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির নাম তবছির। সে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহালিয়া পাড়া শাহজানের ছেলে।

সোমবার (২২ নভেম্বর ) দুপুরে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আতাউল্লাহ মেম্বার।

তিনি বলেন, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে শিশু তবছির বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

তাৎক্ষণিক পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তবছিরকে মৃত ঘোষণা করেন।