কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ গর্তের পানিতে ডুবে রবিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় জিয়াদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু জিয়াদ উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকার মোঃ নুরুল আমিনের পুত্র।

এদিকে,বিষয়টি নিশ্চিত করে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, বাড়ির লোকজনের অগোচরে লবণের মাঠে গর্তের পানিতে ডুবে যায়।

পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Spread the love