সংবাদ বিজ্ঞপ্তিঃ
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক “ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা” শীর্ষক দুইদিনের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে সদরের খুরুশকুল কোস্ট ফাউন্ডেশন সদর ০১ শাখার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ জুম মিটিং এর মাধ্যমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, দুইদিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহনের ফলে কর্মীরা আরো বেশী এমআরএ বিষয়ে জ্ঞান অর্জন করবে। এমআরএ এর সাথে সংস্থা মধ্যে সুসম্পর্ক তৈরী হবে।
তিনি আরো বলেন, আমরা এমএফ সিআইবি শুরু করেছি, যাতে ঋণী সদস্যদের তথ্য সকল এনজিওরা জানতে পারে। আমরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এনজিওদের দ্বারা একটি ফান্ড তৈরী করেছি। ফলে গরীব মেধাবী শিক্ষার্থীরা এনজিও থেকে বৃত্তি নিয়ে পড়ালেখা করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক (এমআরএ) মুহাম্মদ মাজেদুল হক, সিনিয়র সহকারী পরিচালক (এমআরএ) মো: আরিফুজ্জামান, পরিচালক মো: নূরে আলম মেহেদী, উপপরিচালক জিনাত আমান বন্যা, কোস্ট ফাউন্ডেশন এর পরিচালক (কোর প্রোগ্রাম) তারিক সাঈদ হারুন, উপ-পরিচালক মাহমুদুল হাসান দিদার, সহকারী পরিচালক আব্দুর রহমান ফরিদ প্রমুখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক/আলোচক হিসেবে এমআরএ এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক বলেন, এই প্রশিক্ষণ গ্রহনের ফলে কর্মীগণ এমআরএ এর বিভিন্ন আইন কানুন, সিআইবি, সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার চর্চা, মানি লন্ডারিং প্রতিরোধ ও তহবিল ব্যবস্থপনা বিষয়ে জানতে পারবে।
সিনিয়র সহকারী পরিচালক মো: আরিফমান বলেন, এই প্রশিক্ষণ পাওয়ার ফলে মাঠ পর্যায়ে উপকারভোগী ও সংস্থার কর্মীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হবে এবং অনেক নতুন বিষয় সর্ম্পকে অবগত হবে।
কোস্ট ফাউন্ডেশনের পরিচালক তারিক সাঈদ হারুন বলেন, এমআরএ রেগুলেটরি অথরিটি হয়েও কোন আইন করার আগে সবার থেকে মতামত নেয়, একটি সার্পোটিভ রোল প্লে করে। এই প্রশিক্ষণ পরবর্তী কর্মীদের মধ্যে এমআরএ আইনগুলো সর্ম্পকে বিস্তারিত জানবে।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের সকল সিনিয়র কর্মকর্তা, এলাকা ব্যাবস্থাপক, শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।