এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়া থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করেছেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন এবং চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া থানার ওসি’র কার্যালয়ে আরাকান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এ সময় উপস্থিত ছিলেন, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ভুট্রো, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ন সম্পাদক কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি নেতৃবৃন্দের উদ্দ্যেশ্য বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কোনো একটি নির্দিষ্ট পক্ষের দায়িত্ব নয়। ব্যক্তি পর্যায়সহ সকলেরই এ বিষয়ে দায়িত্ব রয়েছে। জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগই পারে সড়কে মৃত্যুর হার ও শৃংখলা কমিয়ে আনতে। সড়কে দুর্ঘটনা কমাতে ও শৃংখলা ফেরাতে স্ব স্ব স্থান থেকে কাজ করতে হবে। যাত্রীদের জন্য সড়কে নিরাপত্তা বিষয়টি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে পুলিশ সার্বক্ষণিক ভাবে নিরাপত্তার বিষয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,অনেক পথচারীরা জানে না কোন পথ দিয়ে হাঁটবে, কীভাবে হাঁটবে,এসব নিয়ে সচেতনতা খুবই কম। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার নতুন করে আইন করেছে। বিদ্যমান এ আইনগুলো অনুরণ করে সচেতনতা বাড়ালে সড়কে দুর্ঘটনা রোধ অনেকটা কমে যাবে। অনেকে সড়কে হয়রানির শিকার হয়েছে জানিয়ে পুলিশকে ফোন করে, জরুরি মুহূর্তে পরিস্থিতি বুঝে পুলিশ তাৎক্ষিক ভাবে সেবা দেন। এ ধরণের বিষয় গুলো নেতৃবৃন্দের কাছে আরো সজাগ হওয়ার জন্য আহ্বান জানান।