নিজস্ব প্রতিবেদক
চকরিয়ার বরইতলীতে টানা বর্ষণে দেওয়াল চাপায় নিহত ২ শিশুর পরিবারে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।
মঙ্গলবার (৮ আগস্ট) তাদের পিতা মোঃ নাজিম উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানকালে বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আশেকুল ইসলামসহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, কোস্ট সবসময় ক্ষতিগ্রস্ত ও স্থানীয় মানুষের পাশে থাকে। দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময় তাদের মানবিক কর্মসূচি প্রশংসনীয়।
বেসরকারি এই কোন সংস্থা প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। এই জন্য কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
মোঃ আশেকুল ইসলাম বলেন, আমরা হয়তো কিছু অর্থ সহায়তা করতে পেরেছি। কিন্তু পরিবারটির অপূরণীয় ক্ষতি পূরণ করা কোনভাবে সম্ভব না।
ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
সোমবার বিকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল।  হঠাৎ বরইতলী ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মৌলভীপাড়া সবুজ পাড়া এলাকার দিনমজুর নেজাম উদ্দিনের ঘরের মাটির দেওয়াল ভেঙ্গে মাটিচাপা পড়ে মারা যায় ১ বছর বয়সী শিশু তাবাচ্ছুম ও ৫ বছর বয়সী সাবিত।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা। সমবেদনা জানান সন্তানহারা পিতা-মাতা ও স্বজনদের। নিজস্ব তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
উপকূলীয় অঞ্চলের যেকোন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ কোস্ট ফাউন্ডেশন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলায় সাড়ে চার লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। দেওয়াল চাপা ও পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

 

Spread the love