বার্তা পরিবেশক:
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিভাগীয় সভাপতি এহসানুর রহমান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মির আহসানুদ্দিন পারভেজ।
শনিবার ( ১৯ আগস্ট) চট্টগ্রামের কপার চিমনী রেস্টুরেন্টের হলরুমে ভোক্তা অধিকার, তৈলের কমিশন, বিএসটিআই ও বিভিন্ন দপ্তরের অন্যায়ভাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রতিবাদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটর ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ নাজমুল হক, বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আহসান উদ্দীন পারভেজ।
চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহসানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরা ভ্রাম্যমান আদালতের অভিযানে বিরুদ্ধে আন্দোলন কর্মসূচী হাতে নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে দাবি জানান। তা না হলে মালিকেরা প্রতিবাদ স্বরূপ পেট্রোলপাম্প বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ একমত পোষণ করে পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের আশ^স্ত করে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটর ওনার্স এসোসিয়েশনের সদস্যরা সম্পূর্ণ নিয়ম নেমে ব্যবসা পরিচালনা করছে। তারপরও যদি অন্যায়ভাবে অভিযান করা হয় তাহলে এসব অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ দ্রæত সময়ের মধ্যে কর্মসূচী হাতে নেয়া হবে। এই জন্য সঠিক আইনগতভাবে সকল প্রক্রিয়া অনুসরণ করা হবে। অন্যায়ভাবে অভিযান হলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটর ওনার্স এসোসিয়েশন।
এসময় পেট্রোলিয়াম ডিলার, এজেন্ট ও ডিস্ট্রিবিউটর ও মালিকেরা বলেন, তেলের দাম বৃদ্ধির পরও কমিশন বাড়াও হয়নি। এছাড়াও বিভিন্ন মিথ্যা অভিযোগে জরিমানাসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে ব্যবসা বন্ধ করে দেয়ার উপক্রম হয়েছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।
উক্ত জরুরী মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আহমদন নবী চৌধুরী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন চৌধুরী, যুগ্ম-সম্পাদক এইচএম নূরুল আলমসহ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের জরুরী মতবিনিময় সভা
