সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে অনুষ্ঠিত হলো জাতীয় কৃষক পার্টির ইফতার মাহফিল।
শুক্রবার (২৯ এপ্রিল) হোটেল সীগাল হলরুমে ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াছ।
জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড. মোহাম্মদ তারেক, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মাহমুদুল করিম।
জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিন সিকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা পার্টির জেলা সভাপতি আসমাউল হুসনা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এস এম বাবর, ওলামা পার্টি সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদি, মহেশখালী জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রসমাজের সভাপতি গিয়াছ উদ্দিন বিভিন্ন উপজেলা জাতীয় পার্টি সভাপতি/সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জেলা জাতীয় পার্টির নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলায় নামমাত্র সম্মেলনের মাধ্যমে পকেট কিমিটি দিয়ে তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।