নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পিকনিক। গত ১০ ও ১১ ফেব্রুয়ারী উখিয়ার ইনানীর রয়েল রিসোর্টে সকাল থেকে রাতব্যাপি চলে এই মিলন মেলা।
অনুষ্ঠানে সাংসদ, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সংঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অনষ্ঠানমালার মধ্যে ছিল সকালে খেলাধুলা, পিঠা উৎসব, কপি হাউজ স্টলসহ বিভিন্ন অনুষ্ঠান। পরে রান্নাবান্না, দুপুরের ভুরিভোজ,বিকেলের নাস্তা, আলোচনা সভা ও রাতে ব্যাপক খাবার দাবারসহ চট্টগ্রাম এর শিল্পিদের নিয়ে চলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ কায়সার শহীদ এর সঞ্চালনায় ও সভাপতি মো: সাইফুল আলম সিকদারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন এর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, “ আপনার যারা সিমেন্ট ব্যবসায়ী আছেন প্রযুক্তি ব্যবহার করে দেশীয় সিমেন্টকে আরও বেশি শক্তিশালী করতে হবে। না হয় বিদেশী সিমেন্ট কোম্পানিগুলো এখানে প্রবেশ করে দেশীয় বাজার অস্থির করে ফেলবে। শুধু ডিলার থেকে রড-সিমেন্ট নিয়ে ব্যবসা করে গেলে হবে না। কয়েকজ মিলে ছোট ছোট কারখানা তৈরী করতেও নিজেদের ভাবতে হবে। এতে কর্মসংস্হান এর যেমন সুযোগ হবে, তেমনি নিজেদের ভাগ্য পরিবর্তন হবে। এছাড়া আজ থেকে আপনাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলো এবং এ সংগঠন আমার পরিবার একটি অংশ। আমি আজীবন আপনাদের সমস্ত কাজে পাশে থাকবো এবং প্রয়োজনে যে কোন সহযোগিতা করে যাবো”।
পরে তিনি “বিল গেটস” এর কয়েকটি উক্তি দিয়ে উপস্হিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যদি তুমি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি তুমি এক সপ্তাহের সুখ চাও ভ্রমণে বের হয়ে পড়ো। যদি তুমি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলে। যদি তুমি সারাজীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও রাজাপালং ইউনিয় পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউয়িন পরিষদ এর চেয়ারম্যান নুরুল হুদা, অনুষ্ঠানের উদ্ধোধক ও প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর এমডি আলহাজ্ব লায়ন হাকিম আলী, গোল্ডেন ইস্পাত এন্ড এইচ এম স্টীল লিমিটেড এর ডিরেক্টর সাইফুল আলম এবং ডি জি এম জয়নাল আবেদীন রয়েল সিমেন্ট লিমিটেড এর এজিএম আনোয়ার কামাল এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মফিজুল ইসলাম (বাচ্চু) বক্তব্য রাখেন নাহার মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন এর চেয়ারম্যান মোঃ জাহানগীর আলম, তিনি তাহার বক্তব্যে বলেন দীর্ঘ দিন পরে নির্বাচনের মাধ্যমে বর্তমানে একটা সুযোগ্য কমিটি নেতৃত্যে এসেছে, আমি সবার জন্য দোয়া করি এবং তিনি বলেন সুখে দুঃখে সব সময় ইউনিটির পাশে থাকবেন, তিনি এসোসিয়েশন এর অফিসের ডেকুরেশনের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা দেন।
এসময় কোম্পানির অন্যান্য প্রতিনিধীদের মধ্যে আরো উপস্হিত ছিলেন, ডায়মন্ড সিমেন্টে এর কক্সবাজার এ্যারিয়া ম্যানেজার আব্দুল কাদের, সেভেন রিংস সিমেন্ট এর রিজওনাল সেল্স অফিসার সালেম বিন জেবর, এন জি এস সিমেন্টের রিজওনাল সেল্স অফিসার রূপম বড়ুয়া, শাহ সিমেন্টের রিজওনাল সেল্স ম্যানেজার সালাউদ্দীন ভুট্টো, বি এস আর এম স্টীল এর রিজওনাল সেল্স অফিসার রিয়াজুল হায়দার চৌধুরী, রয়েল সিমেন্টের এরিয়া ম্যানেজার আবু নাছের চৌধুরী, কে এস আর এম স্টীল এর কক্সবাজার এরিয়া ম্যানেজার মোঃ শামসুল ইসলাম। জি পি এইস ইস্পাতের কক্সবাজার এরিয়া ম্যানেজার মোঃ ইমরান। এস কে গ্রুপের স্টীল এন্ড সিমেন্ট সেক্টরের হেড অব সেল্স শহীদুল ইসলাম নয়ন, সিনিয়র সাংবাদিক রাসেল চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিকসহ বিভিন্ন কোম্পানির এরিয়া সেল্স অফিসার বৃন্দ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ কায়সার শহীদ বলেন, “ইজ্জতের মালিক মহান রাব্বুল আলামিন, চলমান জীবনে এই সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে জয় লাভ করেছি এবং দায়িত্ব নেয়ার পর এখনো পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে প্রিয়ো সদস্য ও নেতৃবেন্দের সহযোগিতায় সুন্দরও শৃঞ্খলাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রাণের সংগঠন “কক্সবাজার জেলা স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন”। তাই কোন অশুভ শক্তি কু-চক্র মহল, সংগঠন কে দমিয়ে রাখতে পরেনি, পারবেও না ইনশাআল্লাহ। আমি সবার কাছে আমার প্রাণ প্রিয় সংগঠন এর জন্য দোয়া চাই, যেন শতভাগ নীতি নৈতিকতা ঠিক রেখে আপনাদের ভালবাসার প্রিয়ো মানুষ হয়ে থাকতে পারি। পরিশেষে এ বর্ণাঢ্য অনুষ্ঠান সৌন্দর্যমন্ডিত ও সফল ভাবে সম্পন্ন করার জন্য পরিচালনা কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি”।