শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

জয়–পরাজয় পাওয়া-না পাওয়া, সাফলতা-ব্যর্থতা মানুষের জীবনে আসতেই পারে। চিন্তিত হওয়ার কিছু নেই বলেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। তিনি বলেন,শিক্ষা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মত মানুষ হওয়া একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হওয়া।‘
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকশিত হয়’। আমরা ২৫-৩০ বছর পড়াশোনা করে কর্মস্থলে যায়। আমাদের জীবনটা উঁচু-নিচু যেখানে জয়–পরাজয় মেনে নিয়ে চলতে হয়। যেমনি জয়কে সুন্দর করে উদযাপন করি ঠিক তেমনি পরাজয়কে প্রতিহত করে সামনে দিকে এগিয়ে যাতে হবে এ শিক্ষাটাও সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া থেকে পাওয়া যায়।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনদিন ব্যাপী বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনে এ কথা বলেন।

এছাড়া,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ,সোমবার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে আউটডোর ইভেন্ট।