আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি দুই রোহিঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
বুধবার (১৬ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একই ক্যাম্পে ব্লক-আই,শেড-৫০৬/৫-৬,এমআরসি-০০১২১ বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২৯) ও ব্লক-আই,শেড-৫৩৮/-২,এমআরসি-৬১২০৮ বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে নুর ইসলাম (২০)।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের আই-ব্লকস্থ জগিরের ডেইল এলাকায় অভিযান চালানো হয়।এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত রোহিঙ্গারা একাধিক মামলার এজাহার নামীয় আসামি ও রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য।
তিনি আরো জানান,ক্যাম্প এলাকায় মাদক কারবারি,অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে ওয়ারেন্টভূক্ত আসামি দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
