আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ নুরুল মোস্তফা (৩০) নামক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে পৌরসভার অলিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি টেকনাফ পৌরসভা ৫নং ওয়ার্ডের অলিয়াবাদের আকবর হোসেনের ছেলে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নুরুল মোস্তফাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ইতোপূর্বেও সে ইয়াবা পাচার করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেরও মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদশর্ক তুন্তু মনি চাকমা টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দয়ের করেন। ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরো খবর
হত্যা মামলায় এমপি জাফর সহ ১০ আসামী বেকসুর খালাস
ঝিলংজার সাবেক মেম্বার আব্দুর রহমানের জানাজা সম্পন্ন
কক্সবাজারে ১৩ হাজার ফৌজদারী মামলার নিষ্পত্তি, ন্যায় বিচারে জেলা জজের বিরল দৃষ্টান্ত
কক্সাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।