মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
তরুণ উদ্যোক্তা, কক্সবাজার শহরের টেকপাড়ার আনিসুল আলম মুন্না’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার ৭ আগস্ট। ৬ বছর আগে ২০১৭ সালে উদীয়মান তরুণ, সৃজনশীল উদ্যোক্তা আনিসুল আলম মুন্না মটর সাইকেল দুর্ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান।
কক্সবাজার শহরের টেকপাড়া মুন্সীভিটার বাসিন্দা, বিশিষ্ট সমাজকর্মী, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ছুরত আলম প্রকাশ আলম এবং মোকররবা আলমের সন্তান আনিসুল আলম মুন্না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, বীর মুক্তিযোদ্ধা জমাদার ফজল করিমের নাতি আনিসুল আলম মুন্নার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়াস্থ বাসভবনে খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারত সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে মরহুমের বোন কক্সবাজার শহর মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, শিক্ষানবিশ আইনজীবী, বিশিষ্ট নারীনেত্রী রেবেকা সুলতানা আইরিন জানিয়েছেন। তিনি তাঁর ভাই আনিসুল আলম মুন্না’র আত্মার মাগফেরাতের জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।