আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সদরের বরইতলি এলাকায় অভিযান চালিয়ে ৬০লাখ টাকার মূল্যমানের ২০ হাজার ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শনিবার(২৭আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের বরইতলী নাফনদীর কেওড়া বাগান এলাকা থেকে ২০ হাজার
ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার মোহাম্মদ শাহ এর ছেলে মো. সিরাজুল ইসলাম (২৫)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকা দিয়ে মিয়ানমারের হতে কিছু বলপূর্বক বাস্ত্তচ্যুত মিয়ানমার নাগরিক বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে দুইটি টহলদল বর্ণিত এলাকায় গমন করে। কিছুক্ষণ পর সংঘবদ্ধ মানব ও মাদক পাচারকারীদের চিহ্নিত সদস্য বরইতলী এলাকার মোহাম্মদ শাহ এর ছেলে মো. সিরাজুল ইসলাম (২৫) কে সীমান্ত এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
উক্ত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী বরইতলী এলাকার কেওড়া বাগানের ভিতরে বিশেষভাবে লুকায়িত ৬০লাখ টাকার মূল্যমানের ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ওইদিন সকালে ৪ জন বলপূর্বক বাস্ত্তচ্যুত মিয়ানমার নাগরিক উক্ত ইয়াবা গুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আটক ব্যক্তির নিকট হস্তান্তর করে এবং আটক আসামী ইয়াবা ট্যাবলেটগুলো নিজ দখলে বরইতলী জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখে।
উল্লেখ্য আটক আসামী দীর্ঘদিন যাবৎ একটি বিশেষ চক্রের সাহায্যে বরইতলী মানব এবং মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। উক্ত পলাতক চক্রটি আইনের আওতায় আনার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির অধিনায়ক আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অবৈধ বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।