নিজস্ব প্রতিবেদক:
দরজা-জানালা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন কক্ষে বসে আছেন সবাই। চারদিকে পিনপতন নীরবতা। অন্ধকার ভেদ করে ব্ল্যাকবোর্ডের সঙ্গে ব্যানারের পর্দায় ভেসে উঠল প্রিয় শিক্ষকের ছবি। এসময় শিক্ষকের স্মৃতিচারণের একপর্যায়ে শোনা গেল কান্নার শব্দ। ঘরের ভেতরে যখন এমন পরিবেশ, বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি।
আজ শনিবার সকাল ১১টার দিকে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কবি জসিম উদ্দিনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক জসিম উদ্দিন চৌধুরীর স্মৃতিচারণের সময় এক পর্যায়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সবার চোখই ভিজে ওঠে। স্মৃতিচারণার পাশাপাশি ওঠে আসে প্রিয় শিক্ষকের নামে একটি ক্রীড়া ও ফাউন্ডেশন খোলার দাবি।
প্রধান অতিথির বক্তব্যকালে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর বলেন, আমি ওনাকে যতটা কাছে থেকে দেখেছি আমার চোখে তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। কবি জসিম উদ্দিন চৌধুরীর ছিলেন পুরো কলাতলীর শিক্ষক। কিন্তুু কখোনো তিনি টাকার জন্য শিক্ষকতা করেন নাই।শিক্ষকতা করতেন অসহায় মানুষের জন্য।একজন শিক্ষক কতটা মানুষের পাশে দাড়াঁতে পারেন এবং তাদের জন্য কতকিছু করতে পারেন তা আমি শিক্ষক জসিম উদ্দিন চৌধুরীর স্যার কে দেখেই জানতে পেরেছি। তিনি আমাকে বাবার মতোই স্নেহ করতেন। তাই তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবে।
না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় এই সহকর্মীকে নিয়ে বলতে গিয়ে আজকের শোকসভায় আবেগাপ্লুত হয়ে পড়েন কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুকা সুলতানা নাসরিন।
তিনি বলেন, জসিম স্যার আমাকে ছোট বোনের মত দেখতে সবসময়। তিনি সহকর্মী হিসাবে নয় বোন হিসাবে প্রতিদিন আমার খোঁজ নিতেন।জসিম স্যার করোনা আক্রান্ত না হওয়ার আগে আমাকে সতর্ক করেছিলেন কিন্তু কোনদিন ভাবিনি এ নিয়ে নিজে করুন আক্রান্ত মারা যাবেন । তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবে।
প্রাক্তন ছাত্রী হামিদা আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, স্যার ছিলেন একজনের নিরহংকারী মানুষ। আমাদের সাথে স্যার মেয়েও একসাথে পড়াশোনা করেছে। কিন্তু স্যার আমাদের কোনদিন আলাদা চোখে দেখেনি। স্যার তার মেয়েকে টিপিনের জন্য যত টাকা দিতেন ঠিক স্যার আমাদেরও সমান টাকা দিতেন। স্যার চোখে কেউ আলাদা ছিলেন না।
কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক ছৈয়দ নূরের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
সভায়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান, অবিভাবক কমিটির সভাপতি সুলতান আহমদ, সহকারী শিক্ষক বিপ্লব কুমার, প্রাক্তন ছাত্র মোহাম্মদ হাফেজ, সাইদুল ফরহাদ, মামুন রশিদ বাবু প্রমুখ বক্তব্য দেন।
পরে প্রায়ত কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক কবি জসিম উদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে তার সহধর্মিনী কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক কল্যাণ ফান্ড পক্ষ থেকে চেক ২টি বুঝে নেন।