আবদুর রশিদ, ইদগড় :
কক্সবাজারের রামু উপজেলার বৃহত্তর ইদগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে ইদগড় দারুল ইসলাম এবতেদায়ী মাদ্রাসার মাঠে ইদগড় বদর মোকাম জেঃ এফঃ ডি দাখিল মাদ্রাসার ছাত্র শহিদুল ইসলামে কোরআন তেলওয়াত জাগরণ শিল্পী গোষ্ঠীর সদস্য আবু বক্কর ছিদ্দিক ও আতা উল্লাহর যৌথ ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে মোঃ ইউসুফের পরিচালনায় সভাপতিত্ব করেন ইদগড় বদর মোকাম জেঃএফঃডিঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য রাখেন বদর মোকাম জেঃএফঃডিঃ দাখিল মাদ্রাসার সহ সুপার আবদুল আজিজ মানিক।ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি দিদারুল আলম উপস্থিত সককের উদ্দেশ্য বলেন আগামী ২ ও ৩ মার্চ বুধবার ও বৃহস্পতিবার পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের দিন ধার্য্য করা হয়েছে প্রথম দিনে তফসির পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড গিয়াস উদ্দিন তালুকদার ২য়দিন তফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা মুফতি ড,আবুল কালাম আজাদ বাশার।উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সর্বোচ্চ ধর্ম প্রাণ মুসলিম তাওহিদী জনতা কে দাওয়াত দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুহাম্মদ বনি আমিন,সৌদি প্রবাসী মোঃ লিয়াকত আলী,ইদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্তাপনা পরিচালক মোহাম্মদ রুমেল,সাংবাদিক জহির উদ্দিন খন্দকার, মোঃ আবুল কাসেম,ইবরাহিম খলিলসহ শতাধিক ধর্ম প্রাণ মুসলিম তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।