সংবাদ বিজ্ঞপ্তি :
লকডাউনকালে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ নিয়ে টেকনাফে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রী’র উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে এবং চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তাগণ বলেন, আমরা এ বিষয়ে বিস্তারিত অবহিত নই। ব্যাংকগুলো কি পরিসেবা দিচ্ছে এই বিষয়ে আমরা জানি না। যদিও ব্যাংকের শাখা প্রধানগণ বলছেন, তারা প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে অর্থ ছাড় দিয়েছেন।
ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংকার প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তব্য দেন।
নারী উদ্যোক্তা আসমা মাহবুবা পিংকি বলেছেন, ব্যাংক কিংবা কোন ব্যক্তির অর্থিক সহায়তা ছাড়া তিনি এ পর্যন্ত ওঠে এসেছেন। কিন্তু যাত্রাপথে প্রচুর প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে।
তিনি বলেন, সামাজিকভাবে আমাকে নানাভাবে নিরুৎসাহিত ও অসহযোগিতা করা হয়।
ব্যাংক ও উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মশালার প্রস্তাব দেন সাবেকুন্নাহার বেবী নামক নারী উদ্যোক্তা।
মতবিনিময় সভায় টেকনাফ লামারপাড়া বাজার বনিক সমিতির সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আবদুস সবুরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।