প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সিটি কলেজে ‘ভাষার মাসে স্মার্ট সপ্তাহ’ শিরোনামে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজন চলছে। ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত চেতনার উৎকর্ষতা জাগ্রতকরনের তাগিদে আইসিটি ক্লাব, কক্সবাজার সিটি কলেজ এই আয়োজনের উদ্যোগতা।
এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য তথ্যপ্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীরা যেন তাদের পাঠ্য কার্যক্রম, পেশাদারী ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে কাজে লাগাতে পারে সেজন্য নানারকম শিক্ষণ কার্যক্রমে আগ্রহী করে তোলা।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যুগোপযোগী কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার সিটি কলেজের মান্যবর অধ্যক্ষ ক্য থিং অং। তিনি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্ধীদেরও স্মার্ট হয়ে হয়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নুসরাত জাহান সুহা ও থিয়েটার স্টাডিজ বিভাগের অধ্যাপক কে. এম. সানাউল হক।
সপ্তাহব্যাপী আয়োজনে প্রতিদিন কমার্স ভবনের কম্পিউটার ল্যাবে সকাল ১১.৩০ মিনিট থেকে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রদিপাদ্য বিষয়সমূহ হলো; মাতৃভাষায় প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ইন্টারনেট, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বেসিক প্রোগ্রামিং ও স্মার্ট লাইফস্টাইল। শিক্ষার্থীরা অনলাইন ফরম পূরণের মাধ্যমে কর্মশালায় যুক্ত হবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও নির্দিষ্ট লিংকে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত জিজ্ঞাসা পাঠাতে পারবে। প্রতিদিনের কর্মশালায় সেই সমস্ত জিজ্ঞাসার উত্তর দেওয়া হবে বলে জানান আইসিটি ক্লাব কক্সবাজার সিটি কলেজের আহবায়ক নাঈমা জান্নাত তারান্নুম। কর্মশালার প্রতিটি সেশনে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।