প্রেস বিজ্ঞপ্তিঃ
২২ নভেম্বর বিকাল ৩টায় রামু উপজেলা বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপ’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠিত হয়। রামু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশর বাবু’র সঞ্চালনায় ও বিএনপি নেতা মৌলানা মোহাম্মদ হোছন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের শুরুতে সূচনা বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গুরুতর অসুস্হ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য দোয়া চেয়েছেন। এসময় তিনি সরকারের প্রতি অসুস্থ বয়োবৃদ্ধা সাবেক দেশনেত্রীর মুক্তি চেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য বিনীত আহবান জানান। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রশিদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন চৌধুরী, কাউয়ারখোপ বিএনপি সভাপতি এনামুল হক, চাকমারকুল বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানি, কচ্ছপিয়া বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রামু বিএনপি’র সহ-সভাপতি লিয়াকত আলী, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, জয়নাল আবেদীন বাবু, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আবু তালেব ছোটন, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, কচ্ছপিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক মাঈমুনুল হক মামুন, রশিদ নগর বিএনপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রামু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এইচ, এ মাসুদ, যুগ্ম আহবায়ক হেমসেল সরওয়ার, এরশাদ উল্লাহ, দেলোয়ার হোসেন, রিফাত শাহরিয়ার, রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল সিকদার, রামু কলেজ ছাত্রদল সদস্য সচিব মুর্তুজা হাসান। এতে আরো উপস্থিত ছিলেন, রশিদ নগর বিএনপি’র সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল আলম, কচ্ছপিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ, বিএনপি নেতা আবদুল গনি, আলী আহম্মদ, যুবদল নেতা মনজুর আলম, এইচ, এম বদিউর রহমান বদি, সাব্বির হোসেন বাদশা, মঞ্জুর আলম মানিক, মঞ্জুর আলম, মোহাম্মদ শাহীন, নুরুল হক, আজিজ খান, শহিদ উল্লাহ, শাহজাহান, সরওয়ার আলম, আবছার, এনামুল হক ইমরান হোসেন মুন্না, সোহেল সিকদার, মোহাম্মদ রুকুনুজ্জামান প্রমূখ।
রামুতে খালেদা জিয়ার মুক্তি ও যথাযথ চিকিৎসা সেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ
