মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ আইনশৃঙ্খলা সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হল রুম এবং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে পৃথকভাবে এ সভা অনুষ্টিত হয়। এ সভায়, গর্জনিয়া পুলিশের ইনচার্জ পরিদর্শক মোঃ ফরহাদ আলীর সভাপতিত্বে এসআই জসিম উদ্দিন ও এসআই মোজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে গর্জনিয়া-কচ্ছপিয়ার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল, মাঝির কাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সাংবাদিক এসএম হুমায়ন কবির, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এসআই মোঃ নোমান, মোঃ ফারুক, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি সাবেক মেম্বার বিমল কান্তি দাশ, নেপাল দাশ, মাষ্টার লবা কর্মকার, সবুজ শর্মা, মহিলা প্রতিনিধি ফাতেমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ ওয়াসেত।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সনাতন ধর্মের লোক ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে সম্প্রীতি রক্ষায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।