মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল অসুস্থ হয়েছেন। মৌসুমী জ্বরে আক্রান্ত হয়ে গলা ও মাথা ব্যাথা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

কক্সবাজারের জনপ্রিয় রাজনীতিবিদ লুৎফুর রহমান কাজল মঙ্গলবার ২৯ আগস্ট রাতে তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

শীঘ্রই তাঁর কর্মে ফেরার আশা ব্যক্ত করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নিন্মে বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল এর দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“মৌসুমি জ্বরে আক্রান্ত হয়েছি।শরীরের তাপমাত্রা একটু বেশী, গলা, মাথা ব্যথা, ডাক্তারের পরামর্শে পূর্ণ বিশ্রামে। আশা করি কয়েকদিনের মধ্যে কাজে ফিরবো ইনশাআল্লাহ। সাক্ষাতের চেয়ে দোয়াই কাম্য।”

তাঁর দেওয়া এই ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার, লাইক ও কমেন্টে ভরে গেছে।

Spread the love