সিবিএন ডেস্ক

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৮ এর উদ্যোগে ইফতার ও মিলনমেলা সম্পন্ন হয়েছে। কর্মব্যস্ততার ভীড়ে বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সকলে।

সোমবার (০৮ এপ্রিল) বিদ্যালয়ের খেলার মাঠে এই ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অসম্প্রদায়ীক চেতনায় উজ্জ্বীবীত হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানের কোন ভেদাভেদ ছিলো না এই মিলনমেলায় সবকিছু ছাপিয়ে বন্ধুত্বের বন্ধনই ফুটে উঠেছে। সবার যেন শুধু একটিই পরিচয় আমরা বন্ধু।

দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত বলে জানায় অংশগ্রহণকারীরা। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানায়, সকল বন্ধদের একত্রিত করতে ও ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন।