সরওয়ার সাকিব, সিবিএন:
‘বন্ধু তোরাই আছিস,তোরাই থাকবি ’ এই শ্লোগান ধারণ করে কক্সবাজার মডেল হাই স্কুলের-১৯ ব্যাচের বন্ধুরা ইফতার মাহফিলের আয়োজন করেছে।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের পাস্তা ক্লাবে ইফতার আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর কক্সবাজার মডেল হাই স্কুলের এসএসসি-১৯ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়।
দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন।
কক্সবাজার মডেল হাই স্কুল এসএসসি ১৯ ব্যাচের বন্ধুরা বলেন, ‘কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না। এ কারণে জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃত বন্ধু। এ কারণেই আমরা সবাই মিলে চেয়েছিলাম এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে বহুদিন পর একত্রিত হতে পারবো। এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আজকে সেই স্বপ্নের পথে আমাদের চলা শুরু হলো।’