শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

সাগর বেষ্টিত কুতুবদিয়ার পাঠক প্রিয় মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খাঁনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৯ মার্চ) উপজেলা গেইটে আইল্যান্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এম এ হাছান কুতুবী , দৈনিক দেশবিদেশ এসকে লিটন কুতুবী, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কক্সবাজার এম এ মান্নান, দৈনিক সকালের সময় ও দৈনিক আজকের কক্সবাজার নজরুল ইসলাম, দৈনিক ইনানী ইফতেখার শাহজিদ রোকন,

দৈনিক যায়যায়দিন ও দৈনিক সকালের কক্সবাজার শাহেদুল ইসলাম মনির, দৈনিক মানবকন্ঠ ও জাতীয় চ্যানেল এস টেলিভিশনের আনিচুর রহমান হিরু চৌধুরী, দৈনিক মেহেদী কাইছার সিকদার, দৈনিক আজকের পত্রিকা আবুল কাসেম, দৈনিক পূর্বকোণের হাছান মাহমুদ সুজন, দৈনিক আপন কন্ঠে মহিউদ্দিন কুতুবী প্রমুখ।

আকবর খাঁন বলেন, দ্বীপের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামীতে যারা দ্বীপবাসীর কল্যাণে কাজ করতে পারবে তাদের বিষয়ে সঠিক কথাটুকু তুলে ধরার জন্য অনুরোধ করেন।