শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ৮ প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার বিকেল ৫টায় উপজেলা নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নুরুল ইসলাম জানান, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হচ্ছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হানিফ বিন কাশেম ও আছহাব উদ্দিন।
এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আকবর খান, জুনাইদুল হক ও ফরিদ উদ্দিন তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আকতার ও ছৈয়দা মেহেরুন্নেছা মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের তিনটি পদে অনলাইনে ৮ জনের জমা দেয়া মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল।