জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী ‘চতুর্দশ পল্লীকবি আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ১৪২৮’ শুরু হয়েছে।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান আজ ০৭ সেপ্টেম্বর (২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, এডভোকেট শামীমা আক্তার খানম এমপি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মা. নিজামুল হক ভূইয়া, হল ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ ইহসান-উল-কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ. মাহবুবুর রহমান মাসুম বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, “পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা, উপন্যাস ও গল্প থেকে গ্রামীণ মানুষ, জনপদ, শিল্প ও সংস্কৃতির অপরূপ চিত্র সকলেই অনুধাবন করতে পারেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদ্দীন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাঁরা উভয়ই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করতেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিশ্ব দরবারে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোন অপশক্তি যেন দেশের সাংবিধানিক রীতিনীতি ও বিচার ব্যবস্থা কে বিতর্কিত করতে না পারে ,সেজন্য সকলকে সজাগ থাকতে হবে । বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য উপাচার্য শিক্ষার্থীদর প্রতি আহ্বান জানান।
আরো খবর
আলীকদমে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ৫৮২ বিশিষ্ট নাগরিকের আহ্বান
আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।