ইমাম খাইর, সিবিএনঃ
চকরিয়া মাতামুহুরি ব্রিজের নিচে পাওয়া গেলো মহসিন ভুট্টু (৪৭) নামের এক ব্যক্তির লাশ।
তিনি চিরিঙ্গা ২ নং হালকাকারা এলাকার খলিলুর রহমানের ছেলে এবং সাবেক সেনা কর্মকর্তা বলে জানা গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে লাশটি দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ গিয়ে লাশের পরিচয় সনাক্ত করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সিবিএনকে জানান, পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মাতামুহুরি ব্রীজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় ব্যবসায়ী শাহেদ হোসেন হিমেল। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
ওসি জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল সিমের মাধ্যমে জানা যায়, তার নাম মহসিন ভুট্টু (৪৭)। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর চাচাত ভাই ও সাবেক সেনা কর্মকর্তা। ১৫ বছর মতো আগে সেনা বাহিনী থেকে অবসর নেন। ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে কেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। জড়িতে কেউ আটক হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।