আব্দুস সালাম,টেকনাফ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্কুল সড়কের পশ্চিমে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী চেকপোস্ট এলাকার মো. ইউছুপের ছেলে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, মিজানুর রহমান রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর আসে মিজানের লাশ হোয়াইক্যং বাজারের পশ্চিম পাশে ফরেস্ট অফিসের সামনে পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত সিরাজী জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।