সংবাদ বিজ্ঞপ্তি :
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বলেছেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ঘাতকচক্রের নির্মম বুলেটের আঘাতে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবনে সপরিবারে নির্মমভাবে নিহত হন শেখ মুজিব। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রেরণার চিরন্তন উৎস। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।”

সোমবার (১৫ আগস্ট) সকাল ৭টায় কলতলী ডলফিন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭টায় দোয়া মাহফিল। সকাল থেকে বিকাল অবদি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, গণভোজ ও আলোচনা সভা।

এসময় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।