মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ স্কাউটস কক্সবাজারের জেলা কমিশনার অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (PRESIDENT AWARD) পেয়েছেন।
স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য সেবা প্রদানের জন্য কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ-কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ-কে বাংলাদেশ স্কাউট এর প্রেসিডেন্ট ও চীফ ন্যাশনাল কমিশনারের যৌথ স্বাক্ষরে অ্যাওয়ার্ড ও ন্যাশনাল স্কাউট ব্যাজ প্রদান করা হয়েছে।
কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ শৈশব থেকেই স্কাউট আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। যেকোন দুর্যোগে, সংকটে, সমস্যায় স্কাউটস এর মাধ্যমে তিনি নিজেকে মানবিক ও সেবাধর্মী কাজে সবসময় নিয়োজিত রাখেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, নির্বাচিত সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক কক্সবাজার জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
দৃঢ় আত্মপ্রত্যয়ী, স্বনামধন্য সমাজকর্মী অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ সাপ্তাহিক সাগরকন্ঠের সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা, কল্যাণ ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত।
অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ১৯৯৭ সালের ৩ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা অর্থাৎ পিপি হিসাবে বিগত সাড়ে তিন বছর ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টেরও তালিকাভুক্ত একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি পিপি’র দায়িত্ব নেওয়ার পর রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি করে কুড়িয়েছেন বিচার বিভাগের ভূয়সী প্রশংসা।
মরহুম আমির হামজার সন্তান জীবনযুদ্ধে হার না মানা, স্বপ্নবাজ অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এর সহধর্মিণী কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক। তিনি ৩ কন্যা সন্তানের জনক।
বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ মহান আল্লাহ’র কাছে শোকরিয়া জ্ঞাপন করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ স্কাউট এর জাতীয় প্রেসিডেন্ট, চীফ ন্যাশনাল কমিশনার সহ সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ প্রাপ্তি তাঁকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে সেবামূলক ও মানবিক কাজে সম্পৃক্ত হতে তাঁকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।