অনলাইন ডেস্ক: বাড়ল এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নূরুল আমিন।

অন্যদিকে অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩.৩৬ টাকা। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন।

উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।