আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ১৮লক্ষ টাকার মূল্যের ৬০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।জব্দকৃত কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাবরাং উপকূলের বিভিন্ন মৎস ঘাটে এই বিশেষ কম্বিং অপারেশন অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন,টেকনাফ নৌ পুলিশ পরিদর্শক (ওসি) নান্নু মিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফানুল হক।
তিনি বলেন,সাবরাং ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘাটে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৬০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়েছে।
তিনি আরো বলেন,আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফে ৬০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
