মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এডভোকেট এ.এম আমিন উদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন। গত রোববার ১৬ জানুয়ারি তাঁর দেহের নমুনা টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট এ.এম আমিন উদ্দিনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।